সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রাজস্ব ফাঁকি দিয়ে পুকুর থেকে বালি তোলার অভিযোগে আটক ট্রাক্টর। রাধিকাপুর পঞ্চায়েতের রামপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় বালিবোঝাই ট্রাক্টরটি আটক করে কালিয়াগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। দপ্তরের আধিকারিক অমিতাভ মিশ্র বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টর মালিককে ফাইন করা হবে।