দক্ষিণ দিনাজপুর জেলায় আরও ১০ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ১০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। জেলাজুড়ে মোট প্রাপক হতে চলেছে প্রায় ৪ লক্ষ ৩২ হাজার। কয়েকদিন আগেই নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে মহিলাদের ভিড় উপচে পড়ে। শিবিরে বেশি ভিড় দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা করতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০ হাজার ৩৭৩টি আবেদন জমা পড়েছে। সামান্য কিছু আবেদন বাতিল হয়েছে। নতুন করে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাঁরা আগামী মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে ৬ লক্ষ ৪৬ হাজার ৭৮৯ জন মহিলা ভোটার রয়েছে। তার মধ্যে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৪ লক্ষ ৩২ হাজার।
দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নোডাল অফিসার কাসিফ সাবির বলেন, দুয়ারে সরকার শিবিরে প্রচুর আবেদন জমা পড়েছে। সেগুলি আমরা যাচাই করে অনুমোদন করেছি। আবেদনকারীরা শীঘ্রই প্রকল্পের সুবিধা পাবেন। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাত বলেন, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছি, যাতে পঁচিশ ও তার বেশি বয়সের মহিলারা দুয়ারে সরকার শিবিরে হাজির হয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেন। নবম পর্যায়ের শিবিরে ভালো সাড়াও মিলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে এসসি ও এসটি মহিলারা ১২০০ এবং সাধারণ মহিলারা ১০০০ টাকা পান। রাজ্যজুড়ে কয়েক কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী বিধানসভা ভোটে এই মহিলা ভোটব্যাঙ্ক বড়সড় প্রভাব ফেলবে বলেই আশা প্রকাশ করছে শাসকদল। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক বলেন, রাজ্য সরকার যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছে, তা বিজেপি কোনওদিন পারবে না।