সংবাদদাতা, দিনহাটা: দোকান দখল ঘিরে দুই ভাইয়ের বচসা। দিনহাটা শহরের চওড়াহাট বাজারে দোকান দখল করতে গিয়ে বহিরাগত নিয়ে এসে তাণ্ডব চালানোর অভিযোগ। ভরসন্ধ্যায় গুলি চলেছিল বলে ব্যবসায়ীদের দাবি। ঘটনার প্রেক্ষিতে শনিবার দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, দোকান দখল ঘিরে পারিবারিক বিবাদ চলছিল। ভরা বাজারে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, পারিবারিক বিবাদের জেরে বাজারে ঝামেলা হয়েছে। গুলি চলেনি।