যে দায়িত্ব পাব, নিজেকে ১০০ শতাংশ উজাড় করে দেব: ঋদ্ধিমান
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। ব্যর্থতার মধ্য থেকে পজিটিভ দিকগুলিতে ফোকাস করতে হবে। তরুণ প্রজন্মের ক্রিকেটারদের উদ্দেশ্যেই শনিবার এই বার্তা দিলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। শিলিগুড়ির পাপালি বলেন, ২৮ বছর ধরে ক্রিকেটীয় জীবনে আমি সবসময় ক্রিকেটকেই ভালোবেসেছি। আনন্দ নিয়ে শুরু করেছিলাম। শেষ করব আনন্দ নিয়ে। এই লক্ষ্যেই আমি নিজেকে তৈরি করেছি। তাই অবসরের মুহূর্তে আমি আবেগতাড়িত হয়ে ভেঙে পড়িনি। এখন পরিবারের সঙ্গেই সময় কাটাব। তারপর যে দায়িত্ব পাব, ক্রিকেটের জন্য নিজেকে একশো শতাংশ উজাড় করে দেব। যেভাবে খেলোয়াড় জীবনে নিজেকে উজাড় করে দিয়ে সফল হয়েছি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নিজের শহরে এসে সংবর্ধিত হয়ে এই কথাই বললেন ঋদ্ধিমান সাহা।
শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে পাপালিকে সংবর্ধনা দেয় একটি সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমানের কোচ জয়ন্ত ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে ঋদ্ধি বলেন, ব্যর্থতার মাঝেও আমি হতাশ হইনি। আমার খেলোয়াড় জীবনের উত্থানের ক্ষেত্রে এই দিকটি আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছে। সকলের এভাবে এগোনো উচিত। তাঁর ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে কোচ হিসেবে জয়ন্ত ভৌমিকের অবদানের কথা উল্লেখ করেন ঋদ্ধিমান। তিনি বলেন, আমি যে সময় উঠে এসেছি সে সময় এত সুযোগ সুবিধা ছিল না। এখন সুযোগ সুবিধা অনেক রয়েছে। আশা করব, আমাকে এবং এই শহরের মেয়ে রিচাকে দেখে এই শিলিগুড়ির আরও ছেলেমেয়ে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবে।