• চওড়াহাট বাজার পরিষ্কার করালেন চেয়ারপার্সন
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা শহরের ব্যবসার প্রাণকেন্দ্র চওড়হাট বাজার। মহকুমার বৃহত্তম এই বাজারে নিকাশি সমস্যা দীর্ঘদিনের। নিয়মিত নালা থেকে আবর্জনা পরিস্কার না হওয়ায় ব্যবসায়ীরা এর আগে প্রায়ই সরব হয়েছেন। বছরের শুরুতে নতুন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে দিনহাটা পুরসভায়। 


    শনিবার চওড়া হাটবাজার পরিদর্শন করেন দিনহাটা পুরসভার চেয়ারপারসন অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীর উপস্থিতিতে বাজার চত্বর পরিষ্কার করা হয়। এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা। 


    হাজারেরও বেশি ব্যবসায়ী রয়েছে এই বাজারে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন। শহরের এই বড়বাজারে বর্জ্য প্রায় জমা হয়ে পড়ে থাকে। রেগুলেটেড মার্কেটের অধীনে এই বাজারকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পুরসভার। নিয়মিত কর সংগ্রহ করা হলেও আবর্জনা সংগ্রহে ঢিলেঢালা মনোভাব রয়েছে। সেই কারণেই মাঝেমধ্যে আবর্জনা স্তুপের আকার নেয়। আবর্জনার দুর্গন্ধে নাকে রুমাল চেপে বাজার করতে হয় ক্রেতা বিক্রেতাদের।


    মাঝেমধ্যে চওরাহাট বাজারের আবর্জনা পরিষ্কার নিয়ে সমস্যা দেখা যায়। সেই কারণে চওড়াহাট বাজার পরিদর্শন করেন নতুন চেয়ারপার্সন। বাজারের আবর্জনার উৎসগুলি পরিদর্শন করেন তিনি। নালার অবস্থা খতিয়ে দেন। বাজার চত্বরে আবর্জনা ফেলতে ব্যবসায়ীদের নিষেধ করেন। বাজার পরিষ্কার রাখার ক্ষেত্রে ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।


    চেয়ারপার্সন বলেন, চওড়াহাট বাজারে আবর্জনা পরিষ্কার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল। সেজন্য নিয়মিত আবর্জনা সাফাই করা হচ্ছে। পুরসভার পাশাপাশি ব্যবসায়ীদেরও বাজারকে সাফ সুতরো রাখার ব্যাপারে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, ইদানিং আবর্জনা জমে থাকার অভিযোগ নেই।  
  • Link to this news (বর্তমান)