• অ্যাডমিট পেল মেধাবী ছাত্র
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হলদিবাড়ি: মাধ্যমিক পরীক্ষার ২৪ ঘণ্টা আগেই অ্যাডমিট কার্ড হাতে পেল মেধাবী ছাত্র। চারদিন ধরে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে ছিল হলদিবাড়ি হাইস্কুলের এক ছাত্র ও তার পরিবার। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদের গত বৃহস্পতিবার অনলাইন পোর্টাল খুলে দেন। এরপরই স্কুল কর্তৃপক্ষ শুভ রায়ের যাবতীয় কাগজপত্র দিয়ে অ্যাডমিট কার্ডের আবেদন করে। পরবর্তীতে কলকাতা গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। শনিবার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে খুশি শুভ ও তার পরিবার। শুভর বাবা বিষ্ণুপদ রায় বলেন, অ্যাডমিট কার্ড পেয়ে খুবই আনন্দ হচ্ছে। হলদিবাড়ি হাইস্কুলের টিআইসি স্বর্ণকমল রায় বলেন, কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলাম।
  • Link to this news (বর্তমান)