• কোচবিহারের পুলিস সুপারকে ‘বইতরণী’ সম্মান
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একটি সাহিত্য পত্রিকা প্রকাশন সংস্থার পক্ষ থেকে কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে সাহিত্য ও শিল্পকলা বিভাগে ‘বইতরণী’ সম্মাননা প্রদান করা হল। রূপোর সরস্বতী, ২০ হাজার টাকা ও স্মারক মানপত্র প্রদান করা হয়। পত্রিকা সম্পাদক ও প্রকাশক অরিজিৎ চক্রবর্তী কোচবিহারে এসে পুলিস সুপারের বাংলোতে গিয়ে এই সম্মাননা প্রদান করেন। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিশিষ্ট কবি সুবীর সরকার। পুলিস সুপার বলেন, আমি ওই অনুষ্ঠানে যেতে পারিনি। তাই উদ্যোক্তারা এখানে এসে আমাকে সম্মান প্রদান করলেন। এতে আমি খুশি।
  • Link to this news (বর্তমান)