• বাংলায় তৃণমূল প্রথম স্থানে আছে, আগামীতে সেখানেই থাকবে, দাবি নেতৃত্বের
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার মানুষ তৃণমূলের উপর যেভাবে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে চলেছেন, তা আগামী দিনেও একইভাবে অটুট থাকবে বলে দাবি করেছেন জোড়াফুল শিবিরের নেতাদের। দিল্লির নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বিজেপি যখন উচ্ছ্বসিত, তখন তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে। এই অবস্থায় বিজেপিকে বার্তা দিয়ে জোড়াফুল শিবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অন্য রাজ্য নিয়ে ভাবিত নয় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। বাংলায় ওসবের প্রভাবও নেই! আর কংগ্রেসকে প্রবল আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর বক্তব্য, দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় ৪৫.৮ শতাংশ, আম আদমি পার্টি পেয়েছে ৪৩.৫০। ফারাক মাত্র ২.৩ শতাংশের। উল্টোদিকে কংগ্রেস ভোট পেয়েছে ৬.৩৬%। কংগ্রেস যদি নিজের ইগো ছেড়ে আপকে নিঃশর্ত সমর্থন দিত, তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হতো  ৫০ শতাংশ। যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হতো। এভাবেই বিভিন্ন রাজ্যে বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস।
  • Link to this news (বর্তমান)