নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বইয়ের সঙ্গে তাঁর পুরনো প্রেম। গড়ে উঠেছে আত্মীয়তাও। তাই বই ছাড়া একবিন্দুও থাকতে পারেন না তিনি। তবে শুধু বইপ্রেমী নন। বইয়ের নেশায় তিনি হয়ে উঠেছেন এক সেরা ক্রেতাও। এবারের কলকাতা বইমেলা থেকে প্রায় চার লক্ষ টাকার বই কিনেছেন তিনি! এই বইপ্রেমীকে অবশ্য অনেকেই চেনেন। তিনি চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায়। গতবার বইমেলা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বই কিনেছিলেন। এবার আরও ৫০ হাজার টাকা বাজেট বাড়িয়ে দিয়েছেন। তাই নিজেই ভাঙলেন গতবারের রেকর্ড।
১৯৯৪ সালে বাবার সঙ্গে প্রথমবার কলকাতা বইমেলায় এসেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে একাই আসছেন বইমেলায়। লক্ষ লক্ষ টাকার বইয়ে তাঁর বাড়ি এখন আস্ত পাঠাগার। ১৪ হাজারের বেশি বই রয়েছে ব্যক্তিগত সংগ্রহে। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁর পরিবার। সকলেই বই ভালোবাসেন। চাকদহের কাঁঠালপাড়ার বাড়িতে বই রাখার আর জায়গা নেই। রানাঘাটে তিনি কিনেছেন ফ্ল্যাট। সেখানেও দু’হাজার বই। পেশায় শিক্ষক দেবব্রতবাবুর এই নেশাকে সকলেই কুর্নিশ করেছেন।
দেবব্রতবাবু বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দু’হাজারের বেশি ছাত্রছাত্রী আছে। সেই উপার্জন থেকেই এত টাকার বই কিনতে পারি। বাড়িতে বই রাখার আর জায়গা নেই। একটি লাইব্রেরি করার ইচ্ছে রয়েছে। তার জন্য জমিও কিনেছি।
‘পারুই বই’য়ের কর্ণধার পার্থ সাহা বলেন, দেবব্রতবাবুর মতো বইপ্রেমী বিরল। এইরকম মানুষ বইমেলার সম্পদ। উনি আমাদের স্টলে এসেও প্রচুর বই কিনেছেন। বইয়ের সঙ্গে তাঁর এই প্রেম অটুট থাকুক। -নিজস্ব চিত্র