নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরীক্ষার সাত সপ্তাহের মাথায় স্টেট এলিজিবিলিটি টেস্টের (সেট) ফলপ্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। ১৫ ডিসেম্বর হওয়া এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৫৮ হাজার ৮৬৭ পরীক্ষার্থী। এই পরীক্ষার মাধ্যমে খুলে যায় কলেজে অধ্যাপনা বা গবেষণার দরজা। শনিবার ফলপ্রকাশের পর কমিশন জানিয়েছে, উত্তীর্ণের সংখ্যা তিন হাজার ২৮২। তৃতীয় লিঙ্গের এক পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়েছেন। আর্থিকভাবে অনগ্রসর সফল প্রার্থীর সংখ্যা ২৯৮। যদিও ‘ফাইনাল আনসার কি’ এবং ‘কাট অফ পার্সেন্টেজ’ এখনও ঘোষণা করা হয়নি।