• হোলিস্টিক এডুকেশন নিয়ে শহরে কর্মশালা
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু পড়াশোনাই নয়, বিদ্যালয় হল পড়ুয়ার সার্বিক বিকাশের উপযুক্ত জায়গা। স্কুলে হোলিস্টিক এডুকেশনের পরিবেশ সফলভাবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকারও। স্কুলে পড়ুয়ারা নাচগান, আবৃত্তি, ছবি আঁকার পাশাপাশি খেলাধুলোও শিখবে। এখানেই হবে তাদের চরিত্রগঠন। কীভাবে পড়ুয়াদের তৈরি করা যাবে, তা নিয়ে শনিবার একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলে। তাতে ১৫টি স্কুল থেকে প্রায় দেড়শো শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলশিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সমগ্র শিক্ষা মিশনের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার।
  • Link to this news (বর্তমান)