প্রসূতিদের দেওয়া স্যালাইন ও ইঞ্জেকশনের মান সন্তোষজনক
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে সরবরাহ হওয়া রিঙ্গার ল্যাকটেট (আরএল) স্যালাইনের গুণগত মান নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। বহু চিকিৎসকও একসুরে বলেছিলেন, প্রসূতি মৃত্যু কাণ্ডে আসলে চিকিৎসকদের কোনও দোষই ছিল না। যত দোষ সবই ছিল সরবরাহ হওয়া স্যালাইন অথবা ওষুধ বা প্রসূতিদের দেওয়া ইঞ্জেকশনের। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক পরীক্ষা রিপোর্টে ইতিমধ্যেই সেই ‘মতবাদ’ ধূলিসাৎ হয়েছে।
বিরোধীদের একাংশের শেষ আশা ছিল ঘটনার দিন ব্যবহার হওয়া ব্যাচের (২৪৯৪) আরএল স্যালাইনের রিপোর্ট নিশ্চয়ই সন্তোষজনক হবে না। সেই আশাও পূরণ হল না। শিয়ালদহের কনভেন্ট রোডের স্টেট ড্রাগস টেস্টিং অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি রাজ্যকে জানিয়ে দিল, সরবরাহ হওয়া আরএল স্যালাইনের ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন (বেট) এবং স্টেরিলিটি টেস্ট—দু’টিতেই কোনও ত্রুটি ধরা পড়েনি। শুধু তাই নয়, প্রসূতিদের সেই রাতে দেওয়া অধিকাংশ ইঞ্জেকশনের গুণগত মান পরীক্ষার রিপোর্টও দেখা গিয়েছে সন্তোষজনক। ইঞ্জেকশনগুলি হল সেফট্রিয়াজোন, বুপিভিকেইন, অন্ডাসেট্রন ও র্যানিটিডিন। এখনও অবশ্য অক্সিটোসিন সহ হাতেগোনা কয়েকটি রিপোর্ট আসেনি।