খুন-ধর্ষণের হুমকি বিজেপি কর্মীর পরিবারকে, অভিযুক্ত দলীয় নেতা
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটির আজাদ হিন্দ নগরে গোপাল দাস নামে এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই প্রাক্তন মণ্ডল সহ-সভাপতির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত ওই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা ঘোলা থানার দ্বারস্থ হয়েছেন। দলীয় নেতৃত্বের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
পানিহাটির আগরপাড়া আজাদ হিন্দ নগরের দীর্ঘদিনের বাসিন্দা গোপালবাবু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১০টার পর একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়া হয়। ফোন কেটে দিলে তাঁর স্ত্রীর নম্বরে ফোন করে তাঁকে ধর্ষণের হুমকি, এমনকী তাঁদের ১৩ বছরের মেয়েকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরের রাতেও একইভাবে স্ত্রীর ফোনে ফোন করে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে সেই ‘হুমকি ফোন’ সমাজ মাধ্যমে ভাইরাল। ফেসবুকে একটি পোস্টের কারণেই এই হুমকি ফোন বলে দাবি অভিযোগকারীদের।
গোপাল দাস বলেন, ‘ভয়ে আমরা গৃহবন্দি হয়ে আছি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই হুমকি ফোন করেছিলেন বিজেপির মণ্ডল ৪-এর প্রাক্তন সহ-সভাপতি রূপম দাস।’ বিচারের দাবিতে সরব হয়েছেন গোপাল দাস ও তাঁর স্ত্রী। এই সুযোগে তৃণমূল তীব্র কটাক্ষে বিঁধেছে বিজেপিকে।
পূর্ব পানিহাটি শহর তৃণমূলের সভাপতি ও কাউন্সিলার সম্রাট চক্রবর্তী বলেন, ‘এটাই তো বিজেপির সংস্কৃতি। যারা নিজের দলের কর্মীকে খুনের হুমকি দিতে পারে, তারা সাধারণ মানুষের উপর কীরকম আচরণ করতে পারে, সহজেই অনুমান করা যায়।’ বিজেপি নেতা কিশোর কর অবশ্য বলেন, ‘এরকম কিছু ঘটেছে কি না, খোঁজখবর নিয়ে দেখছি। অন্যায়ভাবে কেউ কিছু করে থাকলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’ ওই বিজেপি নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।