নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২২ সালের ৮ এপ্রিল পলতায় বায়ুসেনার এক সার্জনের স্ত্রী রঞ্জনাদেবীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল। দীর্ঘদিন বিচারপর্ব চলার পর শুক্রবার বারাকপুরের তৃতীয় ফার্স্ট ট্র্যাক আদালতের বিচারক দেবার্ঘ্য বিশ্বাস মৃতার স্বামী অমরলালকে যাবজ্জীবন কারদণ্ডের সাজা দিলেন। ওই মামলার সরকারি আইনজীবী শান্তনু চক্রবর্তী বলেন, সমস্ত তথ্যপ্রমাণের উপর ভিত্তি করেই অমরলালকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন বিচারক। যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেছেন তিনি। অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। স্ত্রীর মৃত্যুর সময়ে বায়ুসেনার ওই অফিসার অমরলাল তাঁর দুই সন্তানকে নিয়ে পার্কে গিয়েছিলেন বলে জানান। পরে নোয়াপাড়া থানার পুলিস তদন্তে নেমে যে ছুরি দিয়ে রঞ্জনাদেবীর গলাকাটা হয়েছিল, সেটি উদ্ধার করে। এছাড়া অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অমরলালকে। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আগে তিনি সপরিবারে অসমে থাকতেন। ঘটনার কিছুদিন আগে পলতায় বদলি হয়ে এসেছিলেন।