কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আইসিডিএস কর্মী এক মহিলার উপর প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগরের একটি সেন্টারে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে সাইকেল সারাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে এক যুবক তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকার ও আর্তনাদ শুনে বাজারের লোকজন ছুটে আসেন। তাঁরাই মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’