সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থানার শিমুরালির রাউতাড়ি বাজার এলাকায় শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুকন্যার। মৃতের নাম প্রীতি ঘোষ (৭)। সে শিমুরালির রাউতাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ওই কিশোরীর মায়ের আগেই মৃত্যু হয়েছে। বাবা গৌতম ঘোষ এবং দাদু ও ঠাকুর্দার কাছে মানুষ হচ্ছিল সে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। এদিন সকালে শিশুটি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই দ্রুতগতিতে যাওয়া একটি ডাম্পারের সামনের চাকায় কোনওভাবে ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে যায়। তখন তার উপর দিয়ে লরির পিছনের চাকা চলে গেলে ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিস। প্রায় এক ঘণ্টা পর পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস ওই ডাম্পারের চালককে আটক করেছে।