• নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা, উত্তেজনা বারুইপুরে
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: নবম শ্রেণির ছাত্রী এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এক অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। নাবালিকার পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাড়ির লোকজন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিল ওই স্কুলছাত্রী। সেখান থেকে ফেরার পথে স্থানীয় মাঝপুকুর গ্রামের দুই যুবক তার মুখ চেপে এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে যায়। সে চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানের জন্য মাইক বাজছিল বলে কেউ শুনতে পায়নি। সেখানে তার উপর যৌন নির্যাতনের চেষ্টা হয়। এদিকে, দীর্ঘক্ষণ পরও মেয়ে বাড়ি না ফেরায় তার মা তাকে খুঁজতে বেরন। ওই নির্মীয়মাণ বাড়ির কাছে গিয়ে মেয়েকে দেখতে পান তিনি। নাবালিকার মা বলেন, ‘সেখানে তখন একজন ছিল। আরেকজন পালিয়ে যায়। প্রথমে এই ঘটনা নিয়ে কাউকে বলতে চাইনি। শনিবার বিষয়টি জানাজানি হয়।’ স্থানীয় মানুষজন এক যুবকের বাড়িতে তাণ্ডব চালায়। সেই বাড়িতে ডাঁই করে রাখা শুকনো কাঠে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে যাযন এসডিপিও ও বারুইপুর থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিস পিকেট বসানো হয়। পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘অভিযোগ পেয়েছি। পকসো আইনের ১০ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’
  • Link to this news (বর্তমান)