• বাজি কারখানায় নিহতদের পরিবারের পাশে তৃণমূল
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার কল্যাণীর রথতলা এলাকায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে চার মহিলার। মৃতদের মধ্যে দু’জন হালিশহর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন, অঞ্জলি বিশ্বাস (৬২) এবং রুমা সোনার (৩৫)। এছাড়া মৃত্যু হয়েছে কল্যাণী রথতলার টালিখোলা পালপাড়ার বাসিন্দা বাসন্তী চৌধুরী (৫০) এবং ওই এলাকারই স্কুল লেনের বাসিন্দা দুর্গা সাহার (৪০)। শনিবার মৃতদেহগুলির ময়নাতদন্ত হয়েছে।


    অঞ্জলিদেবীর ছেলে শঙ্কর বিশ্বাস বলেন, গত কয়েক বছর ধরে মা ওই কারখানায় কাজ করছিলেন। বিস্ফোরণে সব শেষ হয়ে গেল। শনিবার সকালে নিহত অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনারের বাড়িতে যান বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সঙ্গে ছিলেন হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী, স্থানীয় কাউন্সিলার প্রবীর সরকার সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। 


    শুক্রবারের দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আহতের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ওই অনুদান পেতে যাতে পরিবারগুলির কোনও অসুবিধা না হয়, সেবিষয়ে তাঁদের আশ্বস্ত করেন বিধায়ক সুবোধ অধিকারী। তিনি বলেন, সবরকমভাবে আমরা ওই পরিবারগুলির পাশে রয়েছি। পাশাপাশি বিধায়কের নির্দেশে দুর্ঘটনায় নিহত রুমা সোনারের পুত্রের পড়াশোনার সব রকম দায়িত্বও নিয়েছে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)