হালিশহরে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সন্ধ্যায় হালিশহর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে হানা দিয়ে বেআইনি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিস। জানা গিয়েছে, সরকার পাড়ার বাসিন্দা দেবু খানের বাড়িতে অবৈধভাবে মজুত ছিল নিষিদ্ধ শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে হানা দিয়ে প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এত শব্দবাজি এল, খতিয়ে দেখছে পুলিস। সূত্রের খবর, অবৈধভাবে বাজি মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
Link to this news (বর্তমান)