বিনিয়োগ প্রতারণা মামলায় রাজারহাট থেকে গ্রেপ্তার ২
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোয়া নয় লক্ষ টাকা বিনিয়োগ প্রতারণা মামলায় রাজারহাট থেকে দু’জনকে গ্রেপ্তার করল লালবাজার সাইবার থানা। ধৃতরা হল, অভিষেক তেওয়ারি এবং তিস্তা সেন। এনিয়ে এই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করল লালবাজার।
কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা নগদ তিন লক্ষ টাকা, সাতটি মোবাইল, ৫৯টি সিমকার্ড, ১৯টি স্ট্যাম্প, ৩১টি এটিএম কার্ড, ৯টি প্যান কার্ড, একটি ল্যাপটপ, দুটি হার্ড ডিক্স, ১৭টি চেকবই, ২টি পাসবই, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার উদ্ধার করেছে। পাশাপাশি, ২৪৫টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। লালবাজার জানাচ্ছে, ধৃতরা আমেরিকান ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক এবং সেবির নাম করে বিনিয়োগকারীদের ফাদে ফেলত। এদিকে, ধৃত দু’জনকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাদের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
Link to this news (বর্তমান)