নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস চুরি করে পালিয়েছে অ্যাপ ক্যাব চালক। শনিবার সন্ধ্যায় লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের (আইসি) থেকে খবর পেয়ে অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে ধরতে তৎপর হয় মেমারি থানা। পালসিটের কাছে সেই গাড়িটিকে আটকায় মেমারি থানার এএসআই চয়ন সামন্তের নেতৃত্বাধীন পুলিস টিম। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ ৪ লক্ষ টাকা, প্রায় ১০০ গ্রাম সোনা, রুপোর গয়না এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযুক্ত চালক দিলীপ মাহাতর (৩০ বছর) বাড়ি বিহারের মুজফফরপুর জেলায়।
লেকটাউন থানার তদন্তকারী অফিসার এস আই তাপস রায় মেমারি থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, উদ্ধার হওয়া টাকা, এবং সোনা ও রুপোর গয়না লেকটাউন থানার হাতে তুলে দেওয়া হয়েছে।