• নিউটাউনে কিশোরীকে ধর্ষণ-খুন কাণ্ডে নজরে সন্দেহজনক বাইক
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুন কাণ্ডে এক সন্দেহজনক বাইকের খোঁজ করছে পুলিস। সেই বাইক-ই এই ঘটনার কিনারা করতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস ওই বাইকের খোঁজ করছে। সেই বাইকে যাদের দেখা গিয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছিল। পরে কেউ তাকে ফুঁসলিয়ে বা‌ইকে চাপিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, একটি ফুটেজে দেখা গিয়েছে, বাইকে দু’জনের মাঝখানে একটি মেয়ে বসে রয়েছে। তবে, বাইকের ওই মেয়েই যে মৃতা কিশোরী, তা এখনও চিহ্নিত হয়নি।


    প্রসঙ্গত, বোনের সঙ্গে ঝগড়া করে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ১৪ বছরের ওই কিশোরী। রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে নিউটাউনের লোহাপুল এলাকার একটি পরিত্যক্ত জায়গায় তার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই অনুমান। তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে।


    শনিবার বিধাননগরের পুলিস কমিশনার মুকেশ নিজে ঘটনাস্থলে তদন্তে যান। পদস্থ আধিকারিকরাও এই ঘটনার তদন্তে নজরদারি করছেন, যাতে কোনওভাবেই অপরাধীরা রেহাই না পায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বাড়ি থেকে ঘটনাস্থল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশপাশের ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সেখানেই একটি সন্দেহজনক বাইক নজরে এসেছে পুলিসের। তবে, একটি বাইক নয়। আরও কয়েকটি বাইকও নজরে রয়েছে পুলিসের। বাইকের কিনারা হলে তদন্তের অনেকটাই অগ্রগতি হতে পারে বলে অনুমান।


    এই ধর্ষণ ও খুন কাণ্ডে একজন জড়িত, নাকি একাধিক ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, একের বেশিই অভিযুক্ত রয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুন ও যৌন নির্যাতনের নমুনাও পাওয়া গিয়েছে।
  • Link to this news (বর্তমান)