• মাধ্যমিক পরীক্ষা, বন্ধ হল হাবড়া কলেজের অনুষ্ঠান
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্ধ্যায় কলেজে ছিল সঙ্গীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠান। চলছিল তার শেষ মুহূর্তের প্রস্তুতিও। কিন্তু সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা ভেবে ওই অনুষ্ঠান বাতিল করে দিল প্রশাসন। ঘটনাটি হাবড়ার শ্রী চৈতন্য কলেজের। শনিবার হাবড়ার শ্রীচৈতন্য কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার কথা ছিল মুম্বইয়ের গায়ক কুণাল গাঞ্জাওয়ালার। শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ কুণালের মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল। ঠিক তার কয়েক ঘণ্টা আগে হাবড়া থানার বিশাল পুলিস এসে পৌঁছয় কলেজে। সঙ্গে ছিলেন হাবড়ার বিডিও সুবীর দণ্ডপাট। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনুষ্ঠান স্থগিত করে দেয় তারা। আইনানুসারে মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে থেকে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ। এদিকে, এই বাতিল হওয়া অনুষ্ঠান ফের কবে হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
  • Link to this news (বর্তমান)