নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্টস সার্ভিস অ্যাসোসিয়েশনের (সাটসা) দশম দ্বিবার্ষিক সাধারণ সভায় বেশ কিছু কৃষক ও কৃষক গোষ্ঠীকে সম্মানিত করা হল। শনিবার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত পাঁচ অগ্রণী কৃষক ও কৃষক গোষ্ঠীকে ‘কৃষি রবি ২০২৫’ সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও আরও চার কৃষক ও কৃষক গোষ্ঠীকে পুরস্কার দেওয়া হয়, দু’জন কৃষককে সম্ভাবনাময় কৃষক হিসেবে সম্মান জানানো হয়। কৃষিদপ্তরে কর্মরত কৃষি আধিকারিক ও বিজ্ঞানীদের এই সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রমুখ। বিভিন্ন ব্লক ও জেলা কৃষিবিভাগে আধিকারিক ও কর্মী সঙ্কট রয়েছে বলে এদিনের সভায় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের দাবি, এতে কাজকর্ম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। কৃষিমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।