রাজনৈতিক স্টলে এসব বার্তা থাকে। কেউ আবার ব্রিটিশ কাউন্সিলের স্টলের স্টিকি নোটেও ‘ফ্রি ফিলিস্তিন’ লিখে চলে এসেছেন। অন্যান্য নোট বার্তায় ব্রিটিশ কাউন্সিলের কাজকর্মের প্রশংসাসূচক বাক্য লেখা। তার মধ্যে জ্বলজ্বল করছে এই যুদ্ধবিরোধী বার্তাও। বহু মানুষের চোখ টানছে তা।