• ঘরের মাঠে চেন্নাইয়িনের বিরুদ্ধেও হার, প্লে অফের আশা ফিকে হচ্ছে ইস্টবেঙ্গলের
    প্রতিদিন | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার আত্মঘাতী, উইলমার জর্ডন, চিমাচুকু)
    ইস্টবেঙ্গল: ০

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন বদলায়, কোচ বদলায়, ফুটবলার বদলায়, পারিপার্শ্বিক বদলায়, এমনকী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লির মতো পালাবদলও হয়ে যায়। বদলায় না শুধু ইস্টবেঙ্গল। ঘরের মাঠে আরও এক হার। তাও পয়েন্ট টেবিলের নিজেদের থেকে নিচে থাকা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ফলে যা পরিস্থিতি তাতে এ বছরও লাল-হলুদ শিবিরের প্লে অফে যাওয়ার সম্ভাবনা একপ্রকার অসম্ভবের অঙ্কে দাঁড়িয়ে গেল।

    শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল চেন্নাইয়িনের কাছে হারল ৩-০ গোলে। ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমার যেভাবে আত্মঘাতী গোলটি করলেন সেটা নিতান্তই ছেলেমানুষি ভুল। আর ২৪ মিনিটে উইলমার জর্ডন যখন লাল-হলুদ জালে বল জড়ালেন, তখনও লাল-হলুদ রক্ষণকে বড় অসহায় দেখাল। ২৪ মিনিটে জোড়া গোল খেয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল যে ম্যাচে ফেরার চেষ্টা করেনি তেমনটা নয়। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ভুল সিদ্ধান্ত। ফাঁকা গোলে বল ঠেলে দিতে না পারার ব্যর্থতা, এবং খানিক ভাগ্যের পরিহাস। সব মিলিয়ে গোলমুখ খুলতে পারলেন না বিষ্ণুরা। উলটে শেষ মুহূর্তে চেন্নাইয়িনের হয়ে গোল করে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী চিমাচুকু। আবারও ব্যর্থতা সঙ্গী হল লাল-হলুদের।

    এই ম্যাচে নামার আগে ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ছিল ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও প্লে অফের আশা একেবারে ছাড়েননি অস্কার। লাল-হলুদ কোচ মনে করছিলেন, পরিস্থিতি কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। কিন্তু কঠিন পরিস্থিতিতে এই কঠিন অঙ্কের বেড়াজাল ছিঁড়ে প্লে অফে যেতে গেলে যে খেলাটা খেলার দরকার, সেটা এদিনও খেলতে পারলেন না লাল-হলুদ ফুটবলাররা। এটা ঠিক যে, ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল লাল-হলুদ শিবির, এটাও ঠিক যে বেশ কয়েকটি সুযোগও এসেছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছে। কিন্তু কোনওটাই কাজে আসেনি। দিনের শেষে ফলাফল বলছে ইস্টবেঙ্গল ৩-০ গোলে পরাজিত।

    এই পরাজয়েই এবারের মতো প্লে অফের দরজা সম্ভবত বন্ধ হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য। শেষ পাঁচ ম্যাচে নাটকীয়ভাবে অবিশ্বাস্য ফর্ম না দেখাতে পারলে প্রথম ছয়ে ওঠাটা একপ্রকার অসম্ভব। এদিনের হারে আবার লাল-হলুদ শিবির নেমে গিয়েছে ১১ নম্বরে।
  • Link to this news (প্রতিদিন)