নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তি, গৃহহীন বহু বাসিন্দা
News18 বাংলা | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতা : নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। শনিবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। দমকা বাতাসে নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন। দু’ ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। অবশেষে মধ্যরাতের পর কিছুটা আয়ত্তে আসে আগুন। তবে দমকা বাতাসের জেরে মাঝে মাঝেই বাড়তে থাকে আগুনের শিখা।
রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।