• দিনে দু’বার নোংরা সাফাই, বর্জ্যের ময়দানে হচ্ছে গ্রিন জ়োন
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রাহুল মজুমদার, শিলিগুড়ি

    শহরকে পরিষ্কার রাখতে বিধান রোড এবং হিলকার্ট রোডে দিন এবং রাত মিলিয়ে দু’বার করে আবর্জনা তোলার প্রক্রিয়া শুরু করেছিল শিলিগুড়ি পুরনিগম। এবার শহরের স্টেশন ফিডার রোড, বর্ধমান রোডের মতো এলাকাতেও একই প্রথা চালু করছে শিলিগুড়ি পুরনিগম।

    পাশাপাশি শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা প্রক্রিয়াকরণ করে ওই এলাকাকে ধাপে ধাপে গ্রিন জোন ঘোষণা করারও প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। এছাড়া ডাম্পিং গ্রাউন্ডেই এবার তৈরি হতে চলছে জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদের দপ্তর।

    আরও বেশি নজরদারি বাড়াতে, এবং শহরের মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের কর্তারা। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার এক বাসিন্দা ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অভিযোগ জানান।

    তারই প্রত্যুত্তরে বিষয়গুলি উল্লেখ করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, ‘ডাম্পিং গ্রাউন্ড এলাকায় আমরা পশু হাসপাতাল তৈরি করছি। আমাদের একাধিক গুদাম তৈরি হয়েছে এখানে। নজরদারি বাড়ানোর জন্য লকগেট তৈরি হচ্ছে। এই এলাকার আবর্জনা প্রক্রিয়াকরণ করে ধীরে ধীরে আমরা গ্রিন জোন ঘোষণা করব।’

    শিলিগুড়ি শহরকে পরিষ্কার রাখতে পরীক্ষামূলক ভাবে হিলকার্ট রোড এবং বিধান রোডে সকালে এবং রাতে দুই শিফটে আবর্জনা তোলার কাজ শুরু করেছে পুরনিগম। এই প্রক্রিয়ায় এ বার সামিল করা হচ্ছে শিলিগুড়ির স্টেশন ফিডার রোড, বর্ধমান রোডকেও। এরপর ধীরে ধীরে শহরের অন্য রাস্তাগুলোতেও দুই শিফটে আবর্জনা তোলার কাজ করবে পুরনিগম।

    এর পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ড এলাকা দ্রুত পরিষ্কার করতে পদক্ষেপ করা হয়েছে। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা প্রক্রিয়াকরণ করে সার এবং অন্য কাজে লাগানো হচ্ছে। প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরাসরি সুডার (স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি) মাধ্যমে এই কাজ করা হচ্ছে। যে এলাকগুলি পরিষ্কার হচ্ছে, সেখানে পার্ক তৈরি করবে পুরনিগম।

    পাশাপাশি গাছ লাগানো হবে এবং সবুজায়ন করা হবে। ‘টক টু মেয়র’–এ এ দিন অভিযোগ করা হয়, মাধে মাঝেই ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাচ্ছে। এক্ষেত্রে আগুন নেভানোর জন্য দমকল যাতে দ্রুত পদক্ষেপ করে সেই বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন মেয়র।

  • Link to this news (এই সময়)