• পুরনিগমের পার্কিংয়ে গাড়ি রেখেও দিতে হচ্ছে জরিমানা
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: পুরনিগমের নির্দিষ্ট পার্কিংয়ের জায়গাতে গাড়ি রাখলেও জরিমানা আদায় করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী। যেখানে পুরনিগমই টাকার বিনিময়ে গাড়ি পার্কিং করতে দিচ্ছে, সেখানে ট্র্যাফিক পুলিশ কেন জরিমানা করছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও।

    সাধারণ মানুষের সমস্যা হলে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পার্কিং বিভাগের মেয়র পারিষদ রাজেশপ্রসাদ শাহ বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি একটু খোঁজ নিয়ে দেখছি। এরপর ট্র্যাফিকের সঙ্গে বসে আলোচনা করা যাবে। আমরা চাই না সাধারণ মানুষের সমস্যা হোক।’

    শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, ‘পুলিশের সঙ্গে কথা বলে পুরনিগমের বিষয়টি এখনই গুরুত্ব দিয়ে দেখা উচিত। নয়তো আমরা সাধারণ মানুষের জন্যে পথে নামব।’ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ট্র্যাফিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘শিলিগুড়িতে রাস্তার একাংশ জুড়ে গাড়ি, মোটরবাইক পার্কিং করে রাখায় যানজট বাড়ছে। তাই পরিস্থিতি সামাল দিতে অভিযানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশ।’

    সেবক রোড, হিলকার্ট রোড–সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তার দুই থেকে তিন ফুট এলাকা দখল করে গাড়ি, মোটরবাইক পার্ক করা থাকছে। তাই বিভিন্ন ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা অভিযান শুরু করেছেন। যাঁরা রাস্তার একাংশ জুড়ে পার্কিং করছেন, তাঁদের হয় জরিমানা করা হচ্ছে, নয়তো বাইক তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, ওই গাড়ি কিংবা মোটরবাইকগুলি শিলিগুড়ি পুরনিগমের পার্কিং জোনেই পার্ক করে রাখা হয়েছে।

    গাড়ি রাখার জন্যে পার্কিং ফি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ওই এলাকাগুলিতে পার্কিংয়ের জায়গা বলতে মাত্র সাত থেকে আট ফুট। কিন্তু নিয়ম অনুযায়ী নিকাশি থেকে অন্তত ১৩ ফুট জায়গা পার্কিংয়ের জন্যে রাখতে হবে। কিন্তু সেবক রোডে পায়েল সিনেমা হলের দু’দিকে, মুন্সি প্রেমচাঁদ কলেজ ঢোকার রাস্তার উল্টো ফুটের রাস্তার সর্বত্রই পার্কিংয়ের জায়গা মাত্র ৭থেকে ৮ ফুট। তাই রাস্তার ৩ থেকে ৪ ফুট জুড়ে বরাতপ্রাপ্ত সংস্থার কর্মীরা গাড়ি পার্কিং করাচ্ছেন। আর পুলিশ ও ঠিকাদার সংস্থার সাঁড়াশি চাপে সমস্যায় পড়ছেন শহরবাসী।

    এদিন সেবক রোডে মোটরবাইক পার্কিং করে স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন পাঞ্জাবিপাড়ার বাসিন্দা রাধেমোহন শর্মা। হঠাৎই মোবাইলে চালানের এসএমএস পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন ট্র্যাফিক পুলিশ তাঁর মোটরবাইকটি ক্রেন দিয়ে তুলে নিচ্ছে। তিনি এসে কারণ জানতে চান। প্রত্যুত্তরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি রাস্তার একাংশ জুড়ে পার্কিং করেছেন।

    এই বিষয়টি নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডাও হয়। রাধেমোহন বলেন, ‘আমি পুরনিগমের নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় মোটরবাইক পার্ক করেছি। ওখানে থাকা কর্মীরাই বলেছেন ওটা পার্কিং জোন। পুলিশ বলছে বেআইনি। এ জিনিস চললে সাধারণ মানুষের তো বিপদ।’

  • Link to this news (এই সময়)