• সকালের নারকেলডাঙা যেন ছাইয়ের স্তূপ, পুড়ে মৃত ১
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রাতের বিধ্বংসী আগুনে নারকেলডাঙায় পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি, মৃত্যু হয়েছে এক জনের। রবিবার সকাল থেকে এলাকাজুড়ে শুধু পোড়া ছাই আর হাহাকারের ছবি। শেষ সম্বলটুকু হাতড়ে চলেছেন সর্বহারারা। একই সঙ্গে দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

    এলাকার লোকজন জানান, প্রায় ৩০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এই ঝুপড়ি ঘর থেকেই কারও এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা, কারও আগামী ফাল্গুনে বিয়ে। তাঁরা প্রত্যেকেই এখন খোলা আকাশের নীচে বসে আছেন।

    দমকলের প্রায় ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাত থেকেই ঘটনাস্থলে নারকেলডাঙা থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    যেখানে আগুন লাগে, সেখানে বেশ কয়েকটি গোডাউন আছে। জানা যাচ্ছে, এরকমই একটিতে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন ৬০ বছর বয়সি এক ব্যক্তি। আগুন লাগার ঘটনা ঘটলেও তিনি আর বেরিয়ে আসতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ঘরের ভিতরই।

    রবিবার সকাল থেকে বেশ কয়েক বার পকেট ফায়ারের দেখা মিলেছে বলে দাবি এলাকার লোকজনের। চার দিক ধোঁয়াশায় ঢাকা। ক্ষয় ক্ষতির হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাতেই ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচিন সিং ঘটনাস্থলে যান। তিনি জানান, কী ভাবে এই আগুন লাগল, তা পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে। দমকলের আধিকারিকরা জানান, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে পকেট ফায়ার আছে। দমকলের কর্মীরা কাজ করছেন।

    এ দিকে এ দিন সকালে দমকলের আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। অভিযোগ করেন, দমকল দেরি করে এসেছে। আরেকটু আগে এলে এই বিপদ হয়তো এড়ানো যেত।

  • Link to this news (এই সময়)