নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় এক টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই নাবালিকা। এর পর তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়।
জানা গিয়েছে ওই নাবালিকার বয়স ১৪ বছর। মা, বোনের সঙ্গে নিউ টাউনের গৌরাঙ্গনগরে ভাড়া বাড়িতে থাকত। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। তাদের আদি বাড়ি উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল নাবালিকা। নিউ টাউন থানায় পরিবারের তরফে মিসিং ডায়েরিও করা হয়।
পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে, ওই নাবালিকা বৃহস্পতিবার রাতে হেঁটে জগৎপুর গিয়েছিল। এর পর ওই টোটো চালকের সঙ্গে দেখা হয়। টোটো চালক গৌরাঙ্গনগর এলাকার বাসিন্দা। অভিযোগ, নাবালিকা ওই টোটোতে ওঠে। সঙ্গে আরও যাত্রী ছিল। বাকিদের নামিয়ে টোটো চালক ওই নাবালিকাকে নিয়ে নিউ টাউন অ্যাক্সিস মলের কাছে যায়।
এর পরই লোহার পুলের কাছে নির্জন জায়গায় ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। নিউটাউনের বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজই ওই টোটো চালককে ধরিয়ে দেয়। রবিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।