• ভার্চুয়ালি কমিশনারেটের প্রশ্নের মুখোমুখি অনিকেত
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন যে টাকা খরচ হয়েছিল, তার উৎস ও ব্যবহার নিয়ে অভিযোগ আগেই দায়ের হয়েছিল পুলিশে। সেই মামলায় শনিবার বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্বে ভার্চুয়ালি মুখোমুখি হলেন জুনিয়র ডাক্তারদের ওই আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত। পুলিশ সূত্রে খবর, এ দিন পনেরো মিনিট ধরে ওই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

    আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়েছিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেই আন্দোলন এখনও নানা ভাবে জারি রয়েছে। সম্প্রতি বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজু ঘোষ নামে এক ব্যক্তি আন্দোলনের সময়ে এই সংগঠনের টাকার উৎস এবং তার ব্যবহার িনয়ে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ–সহ সাত জনকে তলব করা হয়েছিল। অনিকেত ছাড়া বাকিরা অবশ্য এ দিন জিজ্ঞাসাবাদে সাড়া দেননি বলে কমিশনারেট সূত্রে খবর। ফের তাঁদের তলব করা হবে কি না, সে বিষয়ে অবশ্য শনিবার মুখ খোলেননি বিধাননগর কমিশনারেটের অফিসাররা।

    আরজি করের আন্দোলনকে জোরদার করতে জুনিয়র ডাক্তারদের ট্রাস্ট তৈরি করে টাকা তোলার জন্য ওই হাসপাতালের হস্টেলের ঠিকানা ব্যবহার নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল আগেই। ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আন্দোলনের জন্য ক্রাউড ফান্ডিং অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা এবং সেই টাকা নয়ছয় করার অভিযোগ তুলে সম্প্রতি রাজু ঘোষ নামে এক ব্যক্তি বিধাননগরের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। সেই টাকা নয়ছয় হয়েছে বলে আশঙ্কা করে তদন্তের দাবি তোলা হয়েছে। অনিকেত এ দিন বলেন, ‘যা যা প্রশ্ন করা হয়েছিল, সবেরই উত্তর দিয়েছি।’ অভিযোগকারী রাজু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মানুষের জানার অধিকার রয়েছে ওই টাকা কোন খাতে খরচ হয়েছে। পুলিশে তাই আমিই প্রথম অভিযোগ জানিয়েছি।’

  • Link to this news (এই সময়)