যাওয়ার পথেও ফিরল শীত! এক ধাক্কায় ৪ ডিগ্রি কমল, ক'দিন থাকবে?
আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
ঘের শেষ বেলায় রাজ্যে হালকা শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই আবহাওয়া থাকবে আরও দু’দিন। তারপর তাপমাত্রা বাড়তে পারে। তবে ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে ঠান্ডার আমেজ ফিরতে পারে। এরপরই এ মরসুমের মতো শীত বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে।
রাজ্যের বিভিন্ন জেলা আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সোমবারও একই পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল বাতাস বাংলায় প্রবেশ করেছে। এর ফলে পারদ কিছুটা নেমেছে। তবে এই শীত বেশি দিন থাকবে না। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং শীত বিদায় নিতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার থেকে পারদ চড়তে শুরু করবে। পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। প্রেমদিবসে আবার সামান্য পারদ নামতে পারে। জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় তা ফেরার সম্ভাবনা কম। মাঘের শেষেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে কার্যত শীত বিদায় নিতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় এক দফা বৃষ্টি হতে পারে।
আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, ফের বদলাবে আবহাওয়া
আবহাওয়া অফিস জানাচ্ছে, ৮ ফেব্রুয়ারি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝার প্রভাবে বাংলার তাপমাত্রারও সামান্য পরিবর্তন হতে পারে।