মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন! উত্তেজনা জলপাইগুড়ির গড়ালবাড়িতে
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষার আগে গতকাল, শনিবার রাতে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন! জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেই কীর্তনস্থলে পুলিস পৌঁছলে বচসা বেঁধে যায়। অভিযোগ, পুলিসের গাড়িতে হামলাও চালিয়েছেন ওই কীর্তন কমিটির সদস্যরা। সেই হামলার জেরে জখম হয়েছেন কর্তব্যরত এক পুলিস কর্মী। মামলা রুজু করা হয়েছে কীর্তন কমিটির বিরুদ্ধে। এই বিষয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে মাইক বাজানো পুরোপুরি নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে গড়ালবাড়িতে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। পুলিস তা বন্ধ করতে গেলে সেখানকার লোকজন পুলিসের উপরই হামলা চালায়। ঘটনায় মামলার রুজু করা হয়েছে। অপরদিকে শনিবার রাতে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহরের পুলিস লাইন এলাকা, পাহাড়পুর, স্টেশন বাজার সহ বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে আইসি জানিয়েছেন।