নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় শহরে। নারকেলডাঙা থানার পাশে গতকাল, শনিবার রাত ১০টা নাগাদ আচমকাই একটি বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে যায় একের পর এক ঘর। শুধু তাই নয়, বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা মারাত্মক আকার ধারণ করে। আর সেই আগুনেই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। পুলিস সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময়ে তিনি ওই বস্তি এলাকার একটি গোডাউনে ঘুমাচ্ছিলেন। কিছু টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিস। ওই ব্যক্তির শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে। ওই গোডাউনেই কাজ করতেন মৃত, অনুমান পুলিসের। গোটা ঘটনার জন্য দমকলকেই দায়ী করছেন স্থানীয়রা। এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৩০টির মতো ঘর পুড়ে গিয়েছে। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আজ, রবিবার ভোরে নিয়ন্ত্রণে আসে। কিন্তু কী থেকে ওই বস্তি এলাকায় আগুন লেগেছে তা এখনও জানতে পারেনি দমকল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে হঠাৎই একটা বিকট শব্দ হয়। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। নিরাপদ স্থানে পৌঁছতে হুড়োহুড়ি পড়ে যায়। বস্তিতে থাকা বয়স্ক ও শিশুদের ঘর থেকে কোনওরকমে বের করা হয়। এই অগ্নিকাণ্ডের জেরে যাদের ঘর পুড়ে গিয়েছে তারা এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে।