ফের অশান্ত ভাঙড়। এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর কাশীপুর থানার পুলিশ রবিবার রাতে ঘটনাস্থলে যায়। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকায় ওই সবজি ব্যবসায়ীর বাড়ি। পাইকারি বাজার থেকে সবজি কিনে বিক্রি করেন তিনি। ফলে বাজার করতে যাওয়ার সময় তাঁর কাছে নগদ টাকা থাকে। সম্ভবত, সেকথা জানত দুষ্কৃতীরা। শনিবার রাতে বেলেদানা বাজারে পাইকারি সবজি কিনতে যাওয়ার পথে দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। এরপর গুলি চালিয়ে ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করে পালায় তারা।
গুলির শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করেন তারা। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা হচ্ছিল জখম ব্যক্তির। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে। বর্তমানে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।