• ভয়ংকর! হাড়হিম! রাস্তায় বেরলেই হিংস্র আক্রমণ, মরণ-কামড়, চোখ খুবলে নেওয়ার চেষ্টা! উফ্...
    ২৪ ঘন্টা | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • কিরণ মান্না: আতঙ্কের আবহ! রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা আর তার আগেই ভয়াবহ পরিবেশ এলাকায়। এ অঞ্চলের একাধিক হিংস্র ও পাগল কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় মানুষজন। এই সব কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশু, ছাত্রছাত্রী ও মহিলা মিলিয়ে নন্দীগ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা।

    কী ঘটেছে? দেখা গিয়েছে, কারওর পায়ের পেশি খুবলে নিয়েছে কুকুর, কারওর মুখে হাতে-পায়ে বিশ্রী কামড়! বিশেষ করে একটি পাগলা কুকুর আবার শুধু চোখ খুবলে নেওয়ার চেষ্টা করে! ভয়ংকর! হাঁটতে চলতে কাউকে কাছে পেলেই লাফ দিয়ে তার চোখ খুবলে নিতে চেষ্টা করছে এটি। একটি হিংস্র কুকুর এক শিশুকে আক্রমণ করলে এক মহিলা তাকে রক্ষা করতে যান। আর তখনই বিপদে পড়েন তিনি। অন্য দিক থেকে অন্য একটি কুকুর-- দাবি, সেটি পাগলা কুকুর-- এসে লাফ দিয়ে ওই মহিলার চোখ খুলে নেওয়ার চেষ্টা করেছে। এত গুরুতর আহত হয়েছেন তিনি।

    স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র-সহ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কুকুরের কামড়ে আহতজনদের। এক মহিলা-সহ তিনজন শিশু গুরুতর আহত। নন্দীগ্রামের একাধিক গ্রামে কুকুরের হামলায় আতঙ্কিত এলাকার মানুষজন। গোকুলনগর, গারুপাড়া, অধিকারী পাড়া, তেখালি-সহ বিভিন্ন গ্রামে পাগল ও হিংস্র কুকুরের দল ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসীরা তাদের ধরতে গেলেই আক্রমণ চালাচ্ছে।

    নিজেরা এভাবে চেষ্টা না করে কেন প্রশাসনকে জানাচ্ছেন না স্থানীয়রা? 

    স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে জানিয়েছেন তাঁরা তবে, জানিয়েও কোনও কাজ হচ্ছে না। অভিযোগ, সব মিলিয়ে বিষয়টি নিয়ে তাই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। আতঙ্কে ঘর থেকে মানুষজন প্রকারান্তরে বেরোচ্ছেন না বাইরে। বেরলে দল বেঁধে লাঠি হাতে বেরচ্ছেন। পুলিসসূত্রে খবর, বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এখন, দেখা যাক, কী হয়?

  • Link to this news (২৪ ঘন্টা)