• ভাঙড়ে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ৩ দুষ্কৃতীর
    প্রতিদিন | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের উত্তপ্ত ভাঙড়! শনিবার গভীর রাতে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানা এলাকায়। ব্যবসায়ীকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চিত্ত ঘোষ। তিনি ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর। দ্রুত তাঁকে স্থানাীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

    দুষ্কৃতীরা কেন গুলি চালালো তা নিয়ে রয়েছে ধোঁয়শা। নিকছ লুটপাটের উদ্দেশ্য না কি, পিছনে কোনও ব্যবসায়ীক শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ব্যবসায়ী ইদানীং কারও সঙ্গে বচসায় জড়িয়েছেন বা কোনও শত্রু রয়েছে কি না পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার সকালে দেখা গিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখে তদন্তে নেমেছে পুলিশ। রাতে গুলি চলার পর থমথমে এলাকা।
  • Link to this news (প্রতিদিন)