• নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১, ভস্মীভূত অন্তত ৪০টি ঝুপড়ি
    প্রতিদিন | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১। রবিবার সকালে ঝুপড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আগুনের গ্রাসে ভস্মীভূত অন্তত ৪০টি ঝুপড়ি। এদিকে, রাতভর চেষ্টার পরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। রয়েছে পকেট ফায়ার। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

    মৃত হাবিবুল্লা মোল্লা। তিনি ওই ঝুপড়িতেই থাকতেন। শনিবার রাতে যখন আগুন লাগে তিনি তখন ঘরেই ছিলেন। সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই আর ঘর থেকে বেরতে পারেননি। ঘুমন্ত অবস্থায় আগুন পুড়ে মৃত্যু হয় তাঁর। একে তো সর্বস্ব হারিয়ে দিশাহারা ক্ষতিগ্রস্তরা। তার উপর প্রাণহানির ঘটনায় নেমেছে শোকের ছায়া।

    উল্লেখ্য, শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎ আগুন লাগে খালপাড়ের ধারে নারকেলডাঙার ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কিছুক্ষণের মধ্যেই ৩০টির বেশি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন। ইতিমধ্যে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘটনাস্থলে পৌঁছে আগুন যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করেন দমকল কর্মীরা। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তবে রাতভরের চেষ্টার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও রয়েছে পকেট ফায়ার। তবে সাদা ধোঁয়া বেরনোর ফলে নতুন করে আতঙ্কের কোনও কারণ নেই বলেই মনে করছেন দমকল কর্মীরা।  
  • Link to this news (প্রতিদিন)