জামিন পাওয়ার পর রবিবার প্রথম নিজের বিধানসভা কেন্দ্র হাবরাতে পা রাখলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিন সকালে তিনি হাবরাতে পৌঁছন। দীর্ঘদিন পর তাঁকে সামনে পেয়ে রীতিমতো আপ্লুত ছিলেন অনুগামীরা। বিস্তর আয়োজনও করা হয়েছিল।
এ দিন প্রথমে হাবরা পুরসভায় জ্যোতিপ্রিয়। কাউন্সিলারদের সঙ্গে কথাও বলেন তিনি। এলাকাবাসীর খোঁজখবর নেন। এ দিকে তাঁর আসার খবর শুনে উৎসবের আমেজ ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যে। বেশ কয়েকটি জায়গাতে পিকনিকের আয়োজনও করা হয়েছিল। সেখানে যোগদান করেন জ্যোতিপ্রিয়।
এ দিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান, হাবরার উন্নয়নই এখন তাঁর কাছে পাখির চোখ। ‘বস্ত্রহাট’-ও তৈরি হয়ে গিয়েছে বলে জানান তিনি। পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে এলাকার সার্বিক উন্নয়নে এ দিন জোর দিতে শোনা গিয়েছে তাঁকে। জামিনে মুক্তির পাওয়ার পর থেকেই তিনি কবে হাবরায় যাবেন, সেই দিকে তাকিয়ে ছিলেন এলাকাবাসী। সূত্রের খবর, অসুস্থ থাকার কারণেই কিছুটা সময় নিয়েছিলেন তিনি। অনেকেই এ দিন বিধায়ককে রাজনৈতিক বক্তব্য রাখার অনুরোধ করেন। কিন্তু এই নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। তা মেনে কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি প্রবীণ এই বিধায়ক।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে ২০২৩ সালে ২৭ অক্টোবর গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি প্রায় ১৪ মাস জেল হেফাজতে ছিলেন। এরপর চলতি বছর ১৫ জানুয়ারি শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছিল আদালত। জামিনের অন্যতম শর্তগুলি ছিল, তাঁকে তদন্তে সাহায্য করতে হবে, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, আদালতের অনুমতি ব্যতীত তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না।