• নারকেলডাঙার বস্তিতে অগ্নিকাণ্ডের দায় নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি, তর্কাতর্কি-হাতাহাতি, কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • শনিবার রাতেই বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার বস্তিতে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঝুপড়ি। এই অগ্নিকাণ্ডের দায় কার? তা নিয়ে প্রশ্ন তুলে রবিবার এলাকায় তুলকালাম। এ দিন ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সামনেই স্থানীয় কাউন্সিলার সচিন সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাঁদের অভিযোগ, কাউন্সিলার অর্থের বিনিময়ে বেআইনি ভাবে দোকান, ঝুপড়ি করতে দিতেন। ঝুপড়ি লাগোয়া গুদাম থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে ওই গুদাম বসানো হয়েছিল। আর তাতে মদত করেছিলেন কাউন্সিলার স্বয়ং। 

    যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলার নিজে। তিনি দাবি করেন, তাঁকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। কারও প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেন তিনি। 

    ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘আমরা গরিব মানুষের সঙ্গে রয়েছি। কোনও রাজনীতির মধ্যে পড়ব না। কী কারণে আগুন লেগেছে, তা দমকল ঠিক করবে।’ তিনি আরও বলেন, ‘এই জায়গা সেচ দপ্তরের। যদি তারা জায়গা দেয় সেক্ষেত্রে এখানে বাংলার বাড়ি হতে পারে।’ 

    ফিরহাদ হাকিম এলাকা ছাড়ার পরেই উত্তেজনা আরও বাড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন কাউন্সিলারের অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

    উল্লেখ্য, নারকেলডাঙা বস্তিতে শনিবার রাত ১০টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে বিস্তর বেগ পেতে হয় দমকল কর্মীদের। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারান ওই ঝুপড়িগুলির  বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। 

  • Link to this news (এই সময়)