বছর ঘুরলেই নির্বাচন, উপদলীয় কাজিয়া ভুলে কর্মীদের পথে নামার বার্তা জ্যোতিপ্রিয়র...
আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। ১৪ মাস পরে 'ঘরে' ফিরলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার কর্মী বৈঠকেই তিনি উন্নয়নের বার্তা দিলেন। বিধায়ক তহবিলের বকেয়া টাকা উন্নয়নের বিভিন্ন প্রকল্পে খরচ করবেন বলে তিনি জানিয়েছেন।
উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিন দফায় মন্ত্রীও হয়েছেন। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বাড়িতে কয়েকদিন বিশ্রামের পর রবিবার তিনি নিজের বিধানসভা ক্ষেত্র হাবড়ায় পা রাখেন। ১৪ মাস পরে হাবড়ায় ফিরেই তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন। সকাল সাড়ে ন'টা থেকে হাবড়া শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিধায়ক তহবিলের টাকা তিনি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বৈদ্যুতিকীকরণ, হাবড়া-মগরা রোডে সম্প্রসারণ, গঙ্গার পরিস্রুত পানীয় জলের প্রকল্প, হাবড়া বস্ত্রহাটের উন্নয়ন, হাবড়া পুরসভা পরিচালিত মুক্তিধান শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা, পুকুরের গার্ডওয়াল নির্মাণ, রাস্তাঘাট সংস্কার-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খরচ করতে চান।
এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বদরে দলীয় কার্যালয় থেকে জ্যোতিপ্রিয় তাঁর কর্মসূচি শুরু করেন। হাবড়া দু'নম্বর এই গেট থেকে এক কিলোমিটার পদযাত্রা করে হাবড়া পুরসভায় পৌঁছন। সেখানে প্রথম বৈঠক করেন। উপদলীয় কাজিয়া ভুলে তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে নির্দেশ দিয়েছেন। হাবড়ার কয়েকটি জায়গায় কর্মীদের বনভোজনের তিনি অংশগ্রহণ করেন।