• আরজি কর-কাণ্ডের সেই অনিকেত-সহ ৭ জুনিয়র ডাক্তারকে তলব পুলিশের, কেন?
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যের জুনিয়র ডাক্তারদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর সাত সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। অভিযোগ, সংগঠনের অর্থ সংক্রান্ত অনিয়ম হয়েছে এবং ফান্ড সংগ্রহের নামে প্রতারণা করা হয়েছে। অনিকেত মাহাতো-সহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে।

    কী অভিযোগ উঠেছে?
    রাজু ঘোষ নামে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি সংগঠনের ফান্ডে ৫০০০ টাকা জমা দিয়েও কোনও রসিদ পাননি। তাঁর দাবি, সংগঠনের কয়েকজন সদস্য নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ নিয়েছেন, এবং সেই টাকা কোথায় খরচ হয়েছে, তা জানার জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

    অনিকেতের বক্তব্য
    অনিকেত মাহাতো 'বাংলা ডট আজতক ডট ইন'কে বলেন,  ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তবে বাকি ছ’জন ডিউটিতে থাকার কারণে শনিবার হাজির হতে পারেননি। অনিকেত বলেন, সংগঠনের জয়েন্ট অ্যাকাউন্টের যাবতীয় নথি তাঁদের কাছে রয়েছে এবং অডিট শেষ হলেই সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে।

    তিনি আরও অভিযোগ করেন, "শুরুতে কিঞ্জল নন্দ, পরে আসফাকুল্লা নাইয়া, আর এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। দিনের আলোর মতো পরিষ্কার যে এই আন্দোলন নৈতিকতার জন্ম দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। সেই কারণেই বারবার এরকম পদক্ষেপ করা হচ্ছে।"

    জিজ্ঞাসাবাদ ও তদন্তের বর্তমান অবস্থা
    অনিকেত জানিয়েছেন, পুলিশ তাঁকে কী অভিযোগ উঠেছে, তা বিস্তারিত জানায়নি, তবে ফান্ড ব্যবহারের বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে। অন্যদিকে, সাইবার ক্রাইম শাখা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং সংগঠনের বাকি সদস্যদেরও শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর।

    এই ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমস্ত হিসাব স্বচ্ছ এবং যথাযথ তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে। 
     

     
  • Link to this news (আজ তক)