• 'বীভৎস ভাইরাল' ডিজে অরুণ এবার সিনেমায়, কোন চরিত্রে-কবে রিলিজ?
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ফেসবুক খুললেই বিভিন্ন ভিডিওর মাঝে এখন অবশ্যই পাবেন ডিজে অরুণের ভিডিও। তিনি বাঘাযতীন ফো পে পরোটার দোকানের মালিক। এছাডা়ও তিনি ডিজে অরুণ নামেও খ্যাত। এই অরুণের দোকানের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাঝে মাঝে দোকানের সামনে ঝগড়াও চলে। সকাল থেকেই বহু ফুড ব্লগার অরণদার দোকানে ভিড় করেন। তাঁর কথা বলার ধরন, পরোটা বেচার ধরন সবটাই আলাদা। আর সেটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    অরুণ নিজেও জানেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই নিজেই নিজেকে নেট দুনিয়ার রাজা বলে মনে করেন। এখনও নিজেও ফেসবুকে ভিডিও বানান। সেই ভিডিওতে কয়েক মিলিয়ন ভিউ হয়। তবে, সেখানেই থেমে নেই আজকাল তিনি প্রমোশানেও নেমেছেন। আজ কলকাতা তো কাল নদিয়া, তো পরশু দুর্গাপুর করে বেড়াচ্ছেন। বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন বাড়ি, দোকান উদ্বোধন থেকে দোকানের প্রচার, সবতেই এই অরুণদাকে পাবেন।

    তবে এবার আরও বড় খবর শুনিয়েছেন অরুণদা। এবার তিনি নামছেন সিনামায়। আর একথা জানিয়েছেন খোদ অরুণই। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন যে রিয়েল বাংলা নিবেদিত, রিল ফিল্ম প্রোডাকশন প্রযোজিত একটি সিনেমায় একটি মুখ্য চরিত্রে তিনি অভিনয় করবেন। যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত জানানি অরুণদা।

    তিনি এটাও জানিয়েছেন যে পাসপোর্ট ও ভিসার জন্য তিনি আবেদন করেছেন। দুটো হাতে পেলে তিনি বিভিন্ন জায়গায় যাবেন। অর্থাৎ অরুণদা এক প্রকার ইঙ্গিত দিয়েছেন যে তিনি এবার বিদেশেও যাবেন। তবে কী কাজে তিনি বিদেশ যেতে চান, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। অরুণদা জানিয়েছেন যে চলতি মাসেই তিনি পাসপোর্ট ও ভিসা হাতে পাবেন।
  • Link to this news (আজ তক)