• দক্ষিণবঙ্গে শীতের শেষ ধাপ, উত্তরে বৃষ্টি, চলতি সপ্তাহে বাড়বে তাপমাত্রা
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যে শীতের আবহ ক্রমশ বদলাচ্ছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও এবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।

    উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও কুয়াশার প্রবণতা বাড়তে পারে। সিকিমের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট
    দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সকালবেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

    তাপমাত্রা বাড়বে ধাপে ধাপে
    সোমবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও, মঙ্গলবার থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নেবে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। তবে মঙ্গলবার থেকে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাবে।

    বৃষ্টির সতর্কতা ও আবহাওয়ার পরিবর্তন
    আবহাওয়া দফতর জানাচ্ছে, সিকিম, উত্তরবঙ্গ এবং ওড়িশায় ঘন কুয়াশার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

    সার্বিকভাবে, রাজ্যে শীতের শেষ পর্ব চলছে। দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব কিছুটা বাড়লেও তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে শীত কার্যত বিদায় নেবে বলে মনে করা হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)