নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ছুটির দিনে ভরদুপুরে বাঁকুড়া শহরে ব্যাপক চাঞ্চল্য। নেশাগ্রস্ত এক যুবকের তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত শহরের ট্রাফিক অফিস সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। ওই যুবকের বিরুদ্ধে ব্লেড চালিয়ে একাধিক ব্যক্তিকে জখম করার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, আজ রবিবার দুপুরবেলা মাচানতলা সংলগ্ন এলাকায় এসে হাঙ্গামা বাঁধায় ওই নেশাগ্রস্ত যুবক। প্রথমে সে এক ফুটপাতের দোকানির কাছ থেকে চারটি জামা ফ্রি’তে দাবি করতে থাকে। কিন্তু, স্বাভাবিক ভাবেই তাতে ওই ব্যবসায়ী রাজি না হওয়ায়, আচমকাই তাঁর উপর ব্লেড চালিয়ে দেয় অভিযুক্ত যুবক। দোকানির পেটে ব্লেড চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর চিৎকারে দ্রুত আশেপাশের লোকেরা ছুটে এলে ব্লেড নিয়ে তাঁদের উপরও চড়াও হয় অভিযুক্ত। ব্লেডের আঘাতে জখম হন আরও কয়েকজন।
চিৎকার, চেঁচামেচির শব্দ শুনে সদর ট্রাফিক অফিস থেকে ছুটে আসে সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডেরা। তাঁদের দেখতে পেয়েই বিপদ বুঝে নিজের গলাতেও ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডেরা নেশাগ্রস্ত যুবককে পাকড়াও করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত নেশাগ্রস্ত যুবকের বাড়ি বাঁকুড়া শহরের ইদগা এলাকায়। পাকড়াও করার পর রক্তাক্ত অবস্থায় পুলিস তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি, ব্লেডের আঘাতে জখম ব্যবসায়ী ও অন্য পথচারীদেরকেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারী নেশাগ্রস্ত যুবকের নাম, পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।