• কল্যাণী বিস্ফোরণ: নিহত পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নদিয়া জেলার কল্যাণীর রথতলা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার। এই ঘটনায় আপাতত চার জনের মৃত্যু হয়েছে। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন উজ্জ্বলা ভুঁইয়া(৪০) নামে আরও একজন। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে গোটা বাজি কারখানা।

    এরপর একের পর এক তদন্তকারী দল ঘুরে গিয়েছে ঘটনাস্থল থেকে। সংগ্রহ করেছেন বিভিন্ন রাসায়নিক নমুনা। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডির ৪ সদস্যের প্রতিনিধি দল। বাজি কারখানার মালিক ধৃত খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে সিআইডির প্রতিনিধি দল উদ্ধার করলেন বহু বাজি। সেই বাজি উদ্ধার করে নিষ্ক্রিয় করলেন সিআইডির বম্ব স্কোয়াডের টিম। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে বেশ কিছু রাসায়নিকের নমুনা সংগ্রহ করলেন তারা।

    অপরদিকে, শনিবার সন্ধ্যায় কল্যাণী প্রশাসনিক দপ্তর থেকে বাজি বিস্ফোরণ কাণ্ডে নিহত ৪ পরিবারের হাতে রাজ্য সরকারের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে ২ লক্ষ টাকার চেক। নিহত পরিবারদের হাতে সেই চেক তুলে দিলেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। ছিলেন, জেলাশাসক অরুণ প্রসাদ, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।

    পাশাপাশি, এই ঘটনা ঘটার পর কল্যাণী পৌরসভা গঠন করেছে একটি বিশেষ তদন্তকারী দল। দলে রয়েছেন ৮ সদস্য। এই প্রসঙ্গে কল্যাণী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত চক্রবর্তী বলেন, কল্যাণী পৌরসভার উদ্যোগে ৭ তারিখ এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আমাকে সেই তদন্তকারী দলের চেয়ারম্যান করা হয়েছে। পুরো এলাকা জুড়ে খতিয়ে দেখা হচ্ছে। যদিও রবিবার এলাকা রয়েছে থমথমে। এখনও বাসিন্দারা আতঙ্কে ভুগছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)