• স্পেশাল বাস চলবে মাধ্যমিক পরীক্ষায়, টেনশন হবে না!
    হিন্দুস্তান টাইমস | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। অনেকেই বেশ চাপা টেনশনের মধ্য়ে রয়েছেন। আর সেই পরীক্ষা ব্যবস্থা যাতে ত্রুটিমুক্ত হয় তার সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। মধ্য়শিক্ষা পর্ষদও এবার নকল রুখতে, মোবাইল রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে। এদিকে এবারও মাধ্য়মিক পরীক্ষার জন্য সরকারি বাসের বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। মাধ্যমিকের জন্য় আগামী ১০,১১, ১৫, ১৭, ১৮,১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। 

    সেই সঙ্গে বাসগুলি যাতে যানজটে আটকে না যায় সেটা নিশ্চিত করার জন্য় একাধিক ব্য়বস্থা করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাকে আরও ত্রুটিমুক্ত করা হচ্ছে। মূলত বাস থাকল অথচ রাস্তায় টানা যানজট তার জেরে সমস্যা হতে পারে পরীক্ষার্থীদের। সেকারণেই সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। 

    ওই বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। সেখানে অন্যান্য সকলেই চাপতে পারবেন। তবে মাধ্য়মিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে। 

    যে সমস্ত রুটে যাত্রী সংখ্যা বেশি থাকে, বাসে প্রচন্ড ভিড় হয় সেখানে সকাল ৮টা ৪৫ মিনিটে ও সকাল ৯টা ১৫ মিনিটে বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। অন্য জায়গা গুলিতে সকাল ৯টায় বাস থাকবে। মূলত মাধ্য়মিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই বিশেষ সরকারি বাসের ব্যবস্থা থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পরে দুপুর ২টো ১৫ মিনিটে ও দুপুর ২টো ৪৫ মিনিটে একেবারে শেষের বাসস্ট্যান্ড থেকে দুটি দফায় বাস ছাড়বে। 

    দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, কাঁকুরগাছি থেকে বেহালা, নিউটাউন থেকে শিয়ালদহ ও দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেডের মধ্য়ে সরকারি বাস চলবে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই বাস চালাবে।  সরশুনা , ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর, ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চলবে। পাশাপাশি গড়িয়া ৫ নম্বর রুটে দেশপ্রিয় পার্ক হয়ে ও ৭ নম্বর রুটে টালিগঞ্জ হয়ে হাওড়ার দিকে বাস চলবে। সেই সঙ্গেই বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড ও ডানলপ থেকে বালিগঞ্জের মধ্য়েও বাস চলাচল করবে। 

    এদিকে কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ, আমতলা, বারাসত থেকে আমতলা, ও ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, বেলগাছিয়া থেকে বিবাদি বাগ টিকিয়াপাড়া রুটে পরীক্ষা স্পেশাল বাস চলবে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)