কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল বাড়িটির শৌচালয়ের ছাদ৷ রবিবার সন্ধ্যায় চেঁচুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরিত্যক্ত বাড়িটিতে বোমা মজুত করা ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতর খবর নেই। এই ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ কেতুগ্রাম ১ ব্লকের আনখোনা অঞ্চলের চেঁচুড়ি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ে এই বিস্ফোরণ ঘটে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী বলেছেন, ‘শৌচালয়টি পরিত্যক্ত ছিল৷ কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে৷’
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের সময় ভোট গ্রহণের ঠিক আগের রাতে, কেতুগ্রামের চেঁচুড়িতেই বোমা মেরে ও কুপিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে৷ এ দিন ফের চেঁচুড়িতে বিস্ফোরণ ঘটায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ দিনের বিস্ফোরণের ঘটনায় সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আনখোনা অঞ্চলের তৃণমূল সভাপতি, মীর রওসন আলি বলেছেন, ‘শৌচালয়টি পরিত্যক্ত ছিল৷ কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল তা জানি না। পুলিশ তদন্ত করে দেখুক।’