ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গুরুতর আহত শিশু-সহ ১০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজারহাট রাজবাড়ি থেকে শাকসারের মেলায় যাওয়ার পথে একটি অটোরিক্সার সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিরও সামনের অংশের বেশ ক্ষতি হয়েছে। অটোর যাত্রীদের মধ্যে এক শিশুও ছিল।
আহত অটোচালক বলেছেন, ‘আমি রাজারহাট রাজবাড়ি থেকে শাকসারের মেলার দিকে আসছিলাম। চারচাকাটি এসে আমার অটোকে পুরো উড়িয়ে দিয়েছে।’ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ক্ষেত্রে গাড়ির চালকের কোনও দোষ ছিল না। আচমকা গাড়িটির সামনের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান এবং এর পরই গাড়িটি গিয়ে সজোরে ধাক্কা মারে অটোরিক্সাটিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠানো হয়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সেখান থেকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ড ও চন্দনেশ্বর থানার পুলিশ।